মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৫৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সোনা, রূপা, রেশম এবং বৈধ ও অবৈধ ব্যবহার্য সামগ্রী প্রসঙ্গ
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
৫৮। মুজাহিদ (র) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পাঁচটি বিষয়ে নিষেধ করেছেন। রেশম ও স্বর্ণ পরিধান করতে, স্বর্ণ ও রূপার তৈরী পাত্রে পান করতে, লাল বর্ণের গদি হতে ও কাসসী (এক প্রকার রেশমী কাপড়) ব্যবহার করতে নিষেধ করেছেন। আয়েশা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) সামান্য পরিমাণ স্বর্ণ; যার দ্বারা কংকন বেঁধে রাখা হয়, এটা কি বৈধ হবে? তিনি বললেন, না এটা রূপা দ্বারা তৈরী কর এবং তাতে সামান্য পরিমাণ যাফরান মিশিয়ে দাও।
(আবু ইয়া'লা)
(হাদীসটির সনদে বর্ণনাকারী খুসায়ফ দুর্বল। তবে একদল হাদীসবিশারদ তাকে নির্ভরযোগ্য বলেছেন।)
كتاب اللباس والزنية
(أبواب ما جاء في الذهب والفضة والحرير وما يجوز استعماله منهما وما لا يجوز) (باب أحاديث جامعة لأمور من ذلك منهي عنها)
58- عن مجاهد عن عائشة رضي الله عنها قالت نهانا رسول الله صلى الله عليه وسلم عن خمس: عن لبس الحرير والذهب والشرب في آنية الذهب والفضة والميثرة الحمراء ولبس القسي، فقالت عائشة يا رسول الله شيء رقيق من الذهب يربط به المسك أو يربط به؟ قال لا، اجعليه فضة وصفريه بشيء من زعفران