মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৬২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬২। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি স্বর্ণের আংটি তৈরী করেছিলেন। তিনি এর মোহর (নকশা) হাতের তালুর দিকে রাখতেন। এরপর অন্যান্য লোকেরাও স্বর্ণের আংটি তৈরী করলে তিনি এট ছুঁড়ে ফেলেন এবং রূপা দ্বারা একটি আংটি তৈরী করেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। এবং তাতে আরও আছে যে, এরপর লোকেরাও স্বর্ণের আংটি তৈরী করলে নবী (ﷺ) উঠে বললেন, (এতদিন) আমি এই আংটি পরছিলাম; আমি আর কখনো এটা পরবো না। এরপর তিনি তা ছুঁড়ে ফেলেন এবং লোকেরাও তাদের আংটি ছুঁড়ে ফেলে।
তৃতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি স্বর্ণের আংটি ছিল। তিনি তার মোহর হাতের তালুর দিকে রাখতেন। একদা তিনি সেটা ছুঁড়ে মারলে লোকেরাও তাদের আংটি ছুঁড়ে ফেলে। এরপর তিনি একটি রূপার আংটি তৈরী করেন। তিনি এর সাহায্যে মোহর অংকন করতেন; পরিধান করতেন না।
(বুখারী, মুসলিম ও ইমামত্রয়)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
62- عن ابن عمر قال اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما من ذهب وكان يجعل فصه مما يلي كفه فاتخذ الناس فرمى به واتخذ خاتما من ورق وعنه من طريق ثان: بنحوه وفيه فاتخذ الناس خواتيم الذهب فقام النبي صلى الله عليه وسلم فقال إني كنت ألبس هذا الخاتم وإني لن ألبسه أبدا فنبذه الناس خواتيمهم وعنه من طريق ثالث: قال كان للنبي صلى الله عليه وسلم خاتم من ذهب وكان يجعل فصه في باطن يده قال فطرحه ذات يوم فطرح الناس خواتيهم ثم اتخذ خاتما من فضة فكان يختم به ولا يلبسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান