মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৬৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৭। আমর ইবন ইয়া'লা ইবন মুররা সাকাফী (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক ব্যক্তি স্বর্ণের বড় আংটি পরে আসলে তিনি তাকে বললেন, তুমি কি এটার যাকাত আদায় কর? সে বলল, ইয়া রাসূলাল্লাহ। এটার যাকাত কিরূপ? তারপর লোকটি ফিরে গেলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার হাতে আগুনের একটি বড় অংগার রয়েছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে এক বর্ণনাকারী অপরিচিত।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
67- عن عمرو بن يعلى بن مرة الثقفي عن أبيه عن جده قال أتى النبي صلى الله عليه وسلم رجل عليه خاتم من الذهب عظيم، فقال له النبي صلى الله عليه وسلم أتزكى هذا؟ فقال يا رسول الله فما زكاة هذا؟ فلما أدبر الرجل قال رسول الله صلى الله عليه وسلم جمرة عظيمة عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৭ | মুসলিম বাংলা