মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৬৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৮। আতা ইবন ইয়াযীদ লায়সী (র) সূত্রে আবূ সা'লাবা খুশানী (রা) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) তার হাতে একটি স্বর্ণের আংটি দেখলেন। তখন তিনি তার সঙ্গে থাকা একটি লাঠি দ্বারা তার হাতে আঘাত করতে লাগলেন। এরপর নবী (ﷺ) অন্যমনস্ক হলে তিনি আংটিটি নিয়ে ফেলে দিলেন। তারপর নবী (ﷺ) তার দিকে তাকালেন। তিনি তখন তার আঙ্গুলে আংটি দেখতে না পেয়ে বললেন, আমি কেবল তোমাকে কষ্ট দিলাম এবং তোমার ক্ষতি করলাম।
(নাসাঈ)
(হাদীসটির সনদ সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
68- عن عطاء بن يزيد الليثي عن أبي ثعلبة الخشني رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رآى في يده خاتما من ذهب فجعل يقرع يده بعود معه فغفل النبي صلى الله عليه وسلم عنه فأخذ الخاتم فرمى به، فنظر النبي صلى الله عليه وسلم فلم يره في إصبعه فقال ما أرانا إلا قد أوجعناك وأغرمناك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৮ | মুসলিম বাংলা