মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৭৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
তামা ও লোহার আংটি ব্যবহার করা মাকরূহ, রূপার আংটি ব্যবহার করা মুস্তাহাব।
৭৩। আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) এর এক সাহাবীর নিকট স্বর্ণের আংটি দেখে তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন তিনি আংটি ফেলে দেন। এরপর তিনি একটি লোহার তৈরী আংটি তৈরী করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন এটা নিকৃষ্ট, এটা জাহান্নামীদের অলংকার। তখন তিনি এটাও ফেলে দেন এবং পরে একটি রূপার আংটি তৈরী করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে কিছু বলেন নি।
দ্বিতীয় সূত্রে তিনি ইবন আবি মুলায়কা (র) থেকে, তিনি আবদুল্লাহ ইবন আমর ইবনল 'আস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একটি স্বর্ণের তৈরী আংটি পরলে রাসূলুল্লাহ (ﷺ) তার প্রতি এমনভাবে তাকালেন, মনে হল যেন তিনি এটাকে অপছন্দ করেছেন। তখন আবদুল্লাহ ইবন আমর (রা) সেটা ফেলে দেন। পরে তিনি একটি লোহার আংটি তৈরী করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা অধিক নিকৃষ্ট, এটা অধিক নিকৃষ্ট। তখন তিনি সেটাও ফেলে দেন। এরপর একটি রূপার আংটি তৈরী করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে কিছু বলেন নি।
(হাদীসটি দ্বিতীয় সূত্রে হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদের প্রথম সূত্র নির্ভরযোগ্য। দ্বিতীয় সূত্রে বর্ণনাকারী আবদুল্লাহ ইবন মুআম্মিল দুর্বল।)
দ্বিতীয় সূত্রে তিনি ইবন আবি মুলায়কা (র) থেকে, তিনি আবদুল্লাহ ইবন আমর ইবনল 'আস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একটি স্বর্ণের তৈরী আংটি পরলে রাসূলুল্লাহ (ﷺ) তার প্রতি এমনভাবে তাকালেন, মনে হল যেন তিনি এটাকে অপছন্দ করেছেন। তখন আবদুল্লাহ ইবন আমর (রা) সেটা ফেলে দেন। পরে তিনি একটি লোহার আংটি তৈরী করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা অধিক নিকৃষ্ট, এটা অধিক নিকৃষ্ট। তখন তিনি সেটাও ফেলে দেন। এরপর একটি রূপার আংটি তৈরী করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে কিছু বলেন নি।
(হাদীসটি দ্বিতীয় সূত্রে হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদের প্রথম সূত্র নির্ভরযোগ্য। দ্বিতীয় সূত্রে বর্ণনাকারী আবদুল্লাহ ইবন মুআম্মিল দুর্বল।)
كتاب اللباس والزنية
باب ما جاء في كراهة خاتم الصفر والحديد واستحباب خاتم الفضة
73- عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم رأى على بعض أصحابه خاتما من ذهب فأعرض عنه فألقاه واتخذ خاتما من حديد فقال إن هذا شر هذا حلية أهل النار فألقاه فاتخذ خاتما من ورق فسكت عنه
ومن طريق ثان عن ابن أبي مليكة عن عبد الله بن عمرو بن العاص أنه لبس خاتما من ذهب فنظر إليه رسول الله صلى الله عليه وسلم كأنه كرهه فطرحه، ثم لبس خاتما من حديد فقال هذا أخبث وأخبث فطرحه، ثم لبس خاتما من ورق فسكت عنه
ومن طريق ثان عن ابن أبي مليكة عن عبد الله بن عمرو بن العاص أنه لبس خاتما من ذهب فنظر إليه رسول الله صلى الله عليه وسلم كأنه كرهه فطرحه، ثم لبس خاتما من حديد فقال هذا أخبث وأخبث فطرحه، ثم لبس خاتما من ورق فسكت عنه