মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৭৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
তামা ও লোহার আংটি ব্যবহার করা মাকরূহ, রূপার আংটি ব্যবহার করা মুস্তাহাব।
৭৪। উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক লোকের হাতে একটি স্বর্ণের আংটি দেখে বললেন, এটা ফেলে দাও। তখন সে ফেলে দেয়। তারপর সে একটি লোহার আংটি পরে। তখন তিনি বললেন, এটা সেটা অপেক্ষা নিকৃষ্ট। তারপর সে রূপার আংটি পরে। তখন তিনি তাকে কিছু বলেন নি।
((হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে বর্ণনাকারী আম্মার ইবন আবি আম্মার (র) উমর (রা)-এর সাক্ষাত পান নি।)
كتاب اللباس والزنية
باب ما جاء في كراهة خاتم الصفر والحديد واستحباب خاتم الفضة
74- عن عمر بن الخطاب رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم رأى في يد رجل خاتما من ذهب فقال ألق ذا فألقاه، فتختم بخاتم من حديد فقال ذا شر منه، فتختم بخاتم من فضة فسكت عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৪ | মুসলিম বাংলা