মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৭৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৫। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি রূপার আংটি তৈরী করেছিলেন। এটা (তাঁর মৃত্যু পর্যন্ত) তাঁর হাতেই ছিল। তাঁর পরে আবু বাকর (রা)-এর হাতে, এরপর উমর (রা)-এর হাতে, এরপর উসমান (রা)-এর হাতে ছিল। তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদিত ছিল।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
75- عن ابن عمر قال اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما من ورق فكان في يده، ثم كان في يد أبي بكر من بعده، ثم كان في يد عمر، ثم كان في يد عثمان رضي الله عنهم نقشه محمد رسول الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৫ | মুসলিম বাংলা