মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৭৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৯। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর আংটি রূপার তৈরী ছিল, যার পাথরের অংশটি ছিল রূপার।
(বুখারী, তিরমিযী, নাসাঈ)
(বুখারী, তিরমিযী, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
79- وعنه أيضا قال كان خاتم النبي صلى الله عليه وسلم فضة فصه منه