মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৮০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৮০। ইবন শিহাব (র) থেকে বর্ণিত যে, আনাস ইবন মালিক (রা) তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি একদিন রাসূলুল্লাহ (ﷺ) -এর হাতে রূপার একটি আংটি দেখলেন। তারপর লোকেরাও রূপার আংটি তৈরী করল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর আংটি ফেলে দেন। লোকেরাও তাদের আংটি ফেলে দেয়।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
80- عن ابن شهاب أن أنس بن مالك رضي الله عنه أخبره أنه رأى في يد رسول الله صلى الله عليه وسلم خاتما من ورق يوما واحدا ثم أن الناس اضطربوا الخواتيم من ورق ولبسوها فطرح النبي صلى الله عليه وسلم خاتمه فطرح الناس خواتيمهم
বর্ণনাকারী: