মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৮২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
আংটির নকশা, ডান হাতে আংটি পরার বিধান। মধ্যমা আঙ্গুলে আংটি পরা মাকরূহ।
৮২। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর আংটিতে مُحَمَّدٌ رَسُوْلُ اللَّهِ অংকিত ছিল।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء في نقش الخاتم ولبسه في اليمين وكراهته في الوسطى
82- عن ابن عمر رضي الله عنهما قال كان في خاتم رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله