মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৮১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
আংটির নকশা, ডান হাতে আংটি পরার বিধান। মধ্যমা আঙ্গুলে আংটি পরা মাকরূহ।
৮১। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) রূপার একটি আংটি তৈরী করে তাতে مُحَمَّدٌ رَسُوْلُ اللَّهِ খোদাই করলেন। এবং তিনি বললেন, তোমরা আংটিতে এরূপ নকশা কর না।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء في نقش الخاتم ولبسه في اليمين وكراهته في الوسطى
81- عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم صنع خاتما من ورق فنقش فيه محمد رسول الله، ثم قال لا تنقشوا عليه