মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং:
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
৩. আবদুল্লাহ ইবনে 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তাঁর কিছু সাথী সম্পর্কে উল্লেখ করা হয়, যারা ইবাদত করতে করতে কঠিনভাবে পরিশ্রান্ত হয়ে পড়তো। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা ইসলামে একটি নিয়মিত অভ্যাস ও লোভ-লালসার কাজ। প্রত্যেক অভ্যাসে লোভ লালসা বিদ্যমান এবং প্রত্যেক লোভ লালসায় বিরতি রয়েছে। যে ব্যক্তি কিতাব ও সুন্নাহর কাজে বিরতি দেয়, অর্থাৎ সাধ্যের অতিরিক্ত কাজ করে না; সে সঠিক পথ পাওয়ার উদ্দেশ্যে কাজ করে। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের পথে চেষ্টা না করে গুনাহের কাজে চেষ্টা করে, সে ধ্বংসপ্রাপ্ত হয়।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن عبدالله بن عمرو قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجال ينصبون (3) في العبادة من أصحابه نصبا شديدا فقال رسول الله صلى الله عليه وسلم تلك ضراوة (4) الإسلام وشرته (5) ولكل ضراوة شرة ولكل شرة فترة فمن كانت فترته إلى الكتاب والسنة (6) فلأم (7) ماهو ومن كانت فترته إلى معاصي الله (8) فذلك هو الهالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩ | মুসলিম বাংলা