মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং:
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সামর্থ্য অনুযায়ী নিয়মিত নেক আমল কর। উত্তম আমল হলো তা, যা নিয়মিত করা হয়। যদি সেটা পরিমাণে কমও হয়।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن ابي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أكلفوا (10) من العمل ما تطيقون فإن خير العمل أدومه وإن قل
tahqiqতাহকীক:তাহকীক চলমান