মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ১০
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১০. আবু সালমা (রা) 'আইশা (রা) থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আমল করবে। কেননা আল্লাহ্ নিশ্চয় ছাওয়াব ও রহমত দানে ক্লান্তিবোধ করবেন না অথচ তোমরাই আমল করতে করতে ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়বে। 'আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অধিক প্রিয় নামায হলো, যখন তোমরা নামায (নফল) পড়বে, তা নিয়মিত পড়বে।
আবু সালমা (রা) বলেন, আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন, যারা নিয়মিত তাদের নামায আদায় করে।
(হাফেয সুয়ূতী, আল-জামেউস সগীর)
আবু সালমা (রা) বলেন, আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন, যারা নিয়মিত তাদের নামায আদায় করে।
(হাফেয সুয়ূতী, আল-জামেউস সগীর)
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن أبي سلمة عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال خذوا من العمل ما تطيقون فإن الله عز وجل لا يمل حتى تملوا قالت عائشة وكان أحب الصلاة إلى رسول الله صلى الله عليه وسلم إذا صلى صلاة داوم عليها (9) قال أبو سلمة قال الله عز وجل (الذين هم على صلاتهم دائمون)