মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ১১
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১১. হাকাম ইবনে হাযাম আল কুলফী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে মানুষ! তোমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা তা পরিপূর্ণভাবে পালন করতে কখনও সমর্থ্য নও। কিন্তু তোমরা সঠিকভাবে ও আনন্দ চিত্তে পালন কর।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن الحكم ابن حزن الكلفي أن رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس إنكم لن تفعوا ولن تطيقوا كل ما أمرتم به ولكن سددوا وأبشروا