মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং: ২৩
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: দ্বীনের মধ্যে কঠোরতা না করা
২৩. ইবনে 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর দ্বীনের মধ্যে যেসব ইবাদতে অবকাশ রয়েছে, সে মত কাজ করা তিনি পছন্দ করেন, যেমনিভাবে গুনাহের ক্ষেত্রে তিনি অপছন্দ করেন।
كتاب الاقتصاد
باب في استحباب الأخذ بالرخصة وعدم التشديد في الدين
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يحب أن تؤتي رخصة كما يكره أن تؤتي معصيته
tahqiqতাহকীক:তাহকীক চলমান