মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ২৪
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: দ্বীনের মধ্যে কঠোরতা না করা
২৪. 'উকবা ইবন 'আমির জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রুখসত বা অবকাশের সুযোগ গ্রহণ করে না, সে আরাফাতের পাহাড়ের সমতুল্য গুনাহ করে থাকে।
كتاب الاقتصاد
باب في استحباب الأخذ بالرخصة وعدم التشديد في الدين
عن عقبة بن عامر الجهنى قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يقبل رخصة الله عز وجل كان عليه من الذنوب مثل جبال عرفة