মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ৫
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৫. হুযায়ফা ইবন ইয়ামান (রা) নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন। তিনি এর সাথে যোগ করে বলেন, আল্লাহ্ তাকে তাঁর কাছে উঠিয়ে নেয়ার পর জিজ্ঞাসা করেন, তুমি এরূপ কেন করলে? সে বলে, তোমার ভয়ে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। উকবা ইবন 'আমির (রা) বলেন, আমি নবী করীম (ﷺ) কে একথা বলতে শুনেছি। (অন্য বর্ণনায় এ শব্দ বলা হয়েছে: كان نباشا, সহীহ ইবনে হিব্বানে রবী ইবনে খারায় থেকে অতিরিক্ত শব্দ এসেছে যে, সে কবর খুঁড়ে মৃত ব্যক্তির কাফন চুরি করতো।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
وعن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم بنحوه وفيه فجمعه الله إليه وقال له لم فعلت ذلك؟ قال من خشيتك قال فغفر له قال عقبة بن عمرو (4) أنا سمعته يقول ذلك (5) وكان نباشا