মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং:
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৬. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি তাওহীদে বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস ছাড়া আর কোন কল্যাণের কাজ করেনি। যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন সে তার পরিবার পরিজনকে ডেকে বললো, যখন আমি মারা যাব, তখন আমাকে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলবে, তারপর আমাকে গুড়ো গুড়ো বা চূর্ণ বিচূর্ণ করে প্রচণ্ড বাতাসের দিন আমার সে গুড়োগুলো সমুদ্রে নিক্ষেপ করবে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এভাবে তারা তাই করে। এরপর সে যখন আল্লাহর নিকট পাকড়াও হলো তখন আল্লাহ্ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এ কাজ কেন করলে? তখন সে বললো, তোমার ভয়ে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইয়াহইয়া বলেন, হাম্মাদ (র) ছাবিত (র) থেকে, তিনি আবু রাফে (রা) থেকে, তিনি আবূ হুরায়রা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن عبد الله أن رجلا لم يعمل من الخير شيئا قط إلا التوحيد فلما حضرته الوفاة قال لأهله إذا أنا مت فخذوني وأحرقوني حتى تدعوني حممة (7) اطحنوني ثم ذروني في البحر في يوم راح (8) قال ففعلوا به ذلك فإذا هو في قبضة الله قال فقال الله عز وجل له ما حملك على ما صنعت قال مخافتك قال فغفرالله له قال يحيى (9) حدثنا حماد عن ثابت عن أبي رافع (10) عن أبي هريرة بمثله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬ | মুসলিম বাংলা