মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ৯
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
৯. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের নিকট যে হেদায়াত ও দলিল নিয়ে এসেছি তার পুরস্কারের জন্য আমি আল্লাহর নিকট প্রার্থনা করব না, যতক্ষণ না তোমরা আল্লাহ ও তার রাসুল (ﷺ) কে ভাল না বাস এবং আনুগত্যের মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার চেষ্টা না কর।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال لا أسألكم على ما اتيتكم به من البينات والهدى أجرا إلا أن توادوا الله ورسوله وأن تقربوا إليه بالطاعة