মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ১০
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, হে আদম সন্তান। আমার ইবাদতে পূর্ণ মনোযোগী হও, তোমার অন্তর প্রাচুর্যে পরিপূর্ণ করে দেব, তোমার অভাব মিটিয়ে দেব, যদি তা না কর, তাহলে তোমার অন্তর কাজে মশগুল করে দেব এবং তোমার অভাব মোচন করব না।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك والا تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান