মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ১২
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১২. 'আবদুল্লাহ ইবন কায়েস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (ﷺ) আমাদের সাথে নামায আদায় করেন। তারপর তিনি বলেন, তোমরা তোমাদের নিজ নিজ স্থানে বসে থাক। এ কথা হলে তিনি পুরুষদের নিকট এসে বললেন, আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন তোমাদের নির্দেশ প্রদান করি যে, তোমরা আল্লাহকে ভয় কর এবং কথা বলার সময় ন্যায্য ও সত্য কথা বল। এরপর তিনি মহিলাদের নিকট গিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন তোমাদেরকে নির্দেশ দেই, তোমরা আল্লাহকে ভয় কর এবং কথা বলার সময় ন্যায্য ও সত্য কথা বল। বর্ণনাকারী বলেন, পুনরায় তিনি পুরুষদের নিকট ফিরে এসে তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা যখন তীর নিয়ে মুসলমানদের মসজিদ ও তাদের বাজারে প্রবেশ করবে, তখন তা খাপে বন্ধ রাখবে, যাতে তা দ্বারা কেউ আঘাত প্রাপ্ত হয়ে কষ্ট না পায় অথবা আহত না হয়।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن عبد الله بن قيس قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة ثم قال على مكانكم اثبتوا ثم اتى الرجال فقال أن الله عز وجل يأمرني أن آمركم أن تتقوا الله وأن تقولوا قولا سديدا ثم تخلل إلى النساء فقال لهن أن الله عز وجل يأمرني أن آمركن أن تتقوا الله وأن تقولوا (8) قولا سديدا قال ثم رجع حتى اتى الرجال فقال إذا دخلتم مساجد المسلمين وأسواقهم ومعكم النبل (9) فخذوا بنصلها لا تصيبوا بها أحدا فتؤذوه أو تجرحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান