মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ১১
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১১. আবু হুরায়রা (রা) পুনরায় বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের রব বলেছেন, যদি আমার বান্দাহ আমার আনুগত্য করে, তবে আমি রাতে তাদের বৃষ্টির পানি পান করাবো এবং দিনের বেলায় তাদের উপর সূর্য উদিত করবো। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর উপর ভাল ধারণা রাখাই আল্লাহর জন্য উত্তম ইবাদত স্বরূপ।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
وعنه أيضا أن النبي صلى الله عليه وسلم قال قال ربكم عز وجل لو أن عبادك أطاعوني لأسقيتهم المطر بالليل وأطلعت عليهم الشمس بالنهار ولما اسمعتهم صوت الرعد وقال رسول الله صلى الله عليه وسلم أن حسن الظن بالله من حسن عبادة الله