মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ১৬
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৬. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার বান্দাহ যখন আমার সাথে মিলিত হওয়ার জন্য আধ হাত এগিয়ে আসে, তখন আমি তার সাথে মিলিত হওয়ার জন্য এক হাত এগিয়ে যাই। আর যখন সে আমার সাথে মিলিত হওয়ার জন্য এক হাত এগিয়ে আসে, তখন আমি তার সাথে মিলিত হওয়ার জন্য দুই হাত এগিয়ে যাই। আর যখন সে দুই হাত এগিয়ে আসে, তখন আমি তার দিকে আরো দ্রুত এগিয়ে যাই।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قال إذا تلقاني عبدي بشبر تلقيته بذراع وإذا تلقاني بذراع تلقيته بباع وإذا تلقاني بباع جئته بأسرع