মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ১৭
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৭. ইয়াযীদ ইবন নায়ীম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ যর গিফারী (রা) কে ফুসতাতে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার দিকে আধ হাত এগিয়ে যায়, মহান আল্লাহ্ তার দিকে এক হাত এগিয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, মহান আল্লাহ্ তার দিকে দুই হাত এগিয়ে যান। আর যে ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ্ তার দিকে দৌড়িয়ে আসেন। আল্লাহ্ সর্বোচ্চ ও মহান, একথা তিনি বার বার বললেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن يزيد بن نعيم قال سمعت أبا ذر الغفاري وهو على المنبر بالفسطاط يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول من تقرب إلى الله عز وجل شبرا تقرب إليه ذراعا ومن تقرب إلى الله ذراعا تقرب إليه باعا ومن أقبل على الله عز وجل ماشيا أقبل الله إليه مهرولا والله أعلى وأجل والله أعلى وأجل والله أعلى وأجل