মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৩৫
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৫. আবু মালিক আশয়ারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক, আল্-হামদুলিল্লাহ মিযানকে ভারী করে দেয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহ্, ওয়াল্লাহু আকবার, আকাশের মাঝে সবকিছু পরিপূর্ণ করে দেয়; (অন্য বর্ণনায় আছে: আসমান ও যমীনের মাঝখান)। সালাত হলো আলো, অর্থাৎ কিয়ামতের দিন তা চেহারায় নূর হবে। সদকা হলো- দলীল, অর্থাৎ ঈমানের দলীল, আর ধৈর্য হলো- আলো, কুরআন হলো তোমার জন্য দলীল। প্রত্যেক মানুষ চেষ্টা করে এবং প্রত্যেক ব্যক্তি তার স্বত্বাকে বিক্রি করে দেয়, এরপর সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان (2) والحمد لله تملأ الميزان (3) وسبحان الله (4) والله أكبر ولا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء (وفي رواية ما بين السموات) والأرض والصلاة نور (5) والصدقة برهان (6) والصبر ضياء (7) والقرآن حجة عليك أو لك (8) كل الناس يغذو فبائع نفسه فموبقها أو معتقها
tahqiqতাহকীক:তাহকীক চলমান