মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ৩৬
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৬. পুনরায় তাঁর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই জান্নাতে প্রত্যেক ব্যক্তির জন্য কামরা হবে যার উপর থেকে নীচের দিকে এবং নীচের থেকে উপর দিক দেখা যাবে। মহান আল্লাহ তা তৈরি করে রেখেছেন ঐ সব ব্যক্তির জন্য যে ব্যক্তি অভাবীকে খাদ্য দান করে, নরম কথা বলে, রমযানের রোযা রাখে, মানুষ যখন ঘুমায়, তখন সে সালাত আদায় করে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفة يرى (1) ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وألان الكلام وتابع الصيام (2) وصلى والناس نيام