মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ৪২
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৪২. মু'য়ায ইবন জাবল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামাযের সময় আমাদের থেকে আটকে থাকেন। শেষ পর্যন্ত সূর্য উদিত হয়ে ফজরের নামায ছুটে যাওয়ার উপক্রম হয়। তখন রাসুলুল্লাহ (ﷺ) তাড়াতাড়ি বের হয়ে নামায আদায় করলেন এবং তা অন্য দিনের চেয়ে সংক্ষিপ্ত করলেন। তিনি সালাম ফিরিয়ে বললেন, তোমরা তোমাদের কাতারে অবস্থান কর। একথা বলে তিনি আমাদের সামনে এসে বললেন, প্রভাতে তোমাদের নিকট আগমনে যা আমাকে আটক রাখে, আমি যে বিষয় তোমাদের সাথে কথা বলবো, আমি রাতে নামাযে দাঁড়িয়ে আমার সামর্থ্য অনুযায়ী নামায পড়লাম, নামাযে আমার তন্দ্রা এসেছিল, শেষ পর্যন্ত জাগ্রত হয়ে আমি আমার রবকে অতি উত্তম আকৃতিতে দেখলাম। তিনি বললেন, হে মুহাম্মদ (ﷺ)। তুমি কি জান, সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সমাবেশে কোন বিষয় নিয়ে ঝগড়া করা হচ্ছে? আমি বললাম, হে আমার রব। আমি জানি না। এরপর আমি দেখলাম, তিনি তাঁর হাতের তালু আমার দু'কাঁধের মাঝে রাখলেন, যার শীতল স্পর্শ আমি আমার হৃদয়ে অনুভব করছিলাম। আর এ সময় আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায় এবং সবকিছু আমি অবগত হই। তার পর তিনি বললেন, হে মুহাম্মদ। কি নিয়ে ফেরেস্তারা ঝগড়া করছে? আমি বললাম, কাফ্ফারা নিয়ে। তিনি বললেন, কাফফারা কি? আমি বললাম, জামা'য়াতে সালাত আদায়ের জন্য পা বাড়ানো, সালাত আদায়ের পরে মসজিদে বসা, কষ্টকর মনে হলেও ওযুর পানি যথাযথস্থানে পৌছানো। তিনি বললেন আদ দারাজাত কি? অর্থাৎ কিসে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়? আমি বললাম, গরীবের জন্য খাওয়ার ব্যবস্থা করায়, কোমল কথা বলায়, মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন নামায পড়ায়। আল্লাহ বললেন, তুমি চাও। আমি বললাম, হে আল্লাহ্! আমি তোমার নিকট ভাল কাজ করার, অসৎ কাজ বর্জনের এবং মিসকিনদেরকে যাতে ভালবাসতে পারি সে প্রার্থনা করি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহমত নাযিল কর, যখন তোমার বান্দাগণ ফিতনায় পতিত হবে এ ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। আমি তোমার ভালবাসা চাই, যে তোমাকে ভালবাসে তার ভালবাসা চাই, আমি যেন এমন কাজকে ভালবাসি, যা আমাকে তোমার ভালবাসার নিকটবর্তী করে দেবে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা সত্য স্বপ্ন। সুতরাং তোমরা এ কথাগুলো পালন করবে এবং এ থেকে শিক্ষা গ্রহণ করবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن معاذ بن جبل قال احتبس علينا رسول الله صلى الله عليه وسلم ذات غداة عن صلاة الصبح حتى كدنا نتراءى قرن الشمس (3) فخرج رسول الله صلى الله عليه وسلم سريعا فثوب بالصلاة (4) وتجوز في صلاته فلما سلم قال كما أنتم على مصافحكم ثم أقبل إلينا فقال إني سأحدثكم ما حبسني عنكم الغداة إني قمت من الليل فصليت ما قدر لي فنعست في صلاتي حتى استيقظت فإذا أنا بربي عز وجل في أحسن صورة (5) فقال يا محمد أتدري فيم يختصم الملأ الأعلى؟ قلت لا أدري يا رب؟ فرأيته وضع كفه بين كتفي حتى وجدت برد أنامله بين صدري (6) فتجلى لي كل شيء وعرفت فقال يا محمد فيم يختصم الملأ الأعلى؟ قلت في الكفارات قال وما الكفارات؟ قلت نقل الأقدام إلى الجمعات وجلوس في المسجد بعد الصلاة واسباغ الوضوء عند الكريهات قال وما الدرجات؟ قلت اطعام الطعام ولين الكلام والصلاة والناس نيام قال سل: قلت اللهم إني اسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وغذا أردت فتنة في قومي فتوفني غير مفتون وأسألك حبك وحب من يحبك وحب عمل يقربي إلى حبك وقال رسول الله صلى الله عليه وسلم إنها حق (7) فادرسوها وتعلموها