মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৪৩
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৪৩. 'আবদুর রহমান ইবনে 'আইশ (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ)-এর কিছু সংখ্যক সাহাবী বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আনন্দ মনে, হাস্যোজ্জ্বল চেহারা বা প্রদীপ্ত চেহারায় প্রভাতে তাদের নিকট বের হয়ে আসেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমরা আপনাকে আনন্দ, হাস্যোজ্জ্বল অথবা প্রদীপ্ত চেহারায় দেখতে পাচ্ছি। তিনি জবাব দিলেন, শোন, যে জিনিস আমাকে তোমাদের কাছে আসতে বারণ করেছে। আমার রব উত্তম চেহারায় রাতে আমার নিকট এসে বললেন, হে মুহাম্মদ (ﷺ)। আমি বললাম, হে আমার রব। আমি উপস্থিত ও সৌভাগ্যবান। তিনি বললেন, ফেরেশতারা তাদের সমাবেশে কিসের জন্য ঝগড়া করে? তিনি বললেন, হে আমার রব। তা আমার জানা নেই। এ কথা তিনি দু'বার অথবা তিনবার বললেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তারপর মহান আল্লাহ্ তাঁর হাত আমার কাঁধের মাঝখানে রাখলেন, তখন আমি আমার সিনায় ঠাণ্ডা অনুভব করছিলাম। এ সময় আমার নিকট আসমান ও যমীনের সবকিছু স্পষ্ট হয়ে যায়। তখন তিনি এ আয়াতটি তেলাওয়াত করেন,
وكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ "এভাবে আমি ইবরাহীমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই, যাতে সে নিশ্চিত বিশ্বাসীগণের অন্তর্ভুক্ত হয়।" (বাকারা: ৭৪)
এরপর তিনি বললেন, মর্যাদাবান ফেরেশতারা তাদের সমাবেশে কি নিয়ে ঝগড়া করছে? আমি বললাম, কাফফারাত বা গুনাহ মাফের বিষয় নিয়ে। তিনি বললেন, কাফ্ফারাত কি? আমি বললাম, পায়ে হেঁটে নামাযের জামায়াতে অংশ গ্রহণ করা, নামাযের পরে মসজিদে বসে কিছুক্ষণ অপেক্ষা করা, কষ্টের সময় অযুর স্থানে যথাযথভাবে পানি পৌছানো। তিনি বলেন, যে ব্যক্তি তা পালন করবে, সে উত্তমভাবে জীবন যাপন করবে উত্তমভাবে মৃত্যুবরণ করবে, তার গুনাহ এমনভাবে ক্ষমা করা হবে, যেমন সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হওয়ার সময় নিষ্পাপ ছিল। আর যে কাজে তার মর্যাদা বৃদ্ধি পাবে, তাহলো- সুন্দর কথা বলা, সালামের প্রচলন করা, গরীবদের খাওয়ার ব্যবস্থা করা এবং লোকেরা যখন নিদ্রিত থাকে তখন রাতে নামায পড়া। তিনি বললেন, হে মুহাম্মদ (ﷺ)। যখন তুমি নামায পড়বে, তখন বলবে: হে আল্লাহ্! আমি তোমার নিকট উত্তম জিনিসের কামনা, নিষিদ্ধ কাজ বর্জন ও মিসকিনদের ভালবাসার প্রার্থনা করি। আপনি আমার তাওবা কবুল করুন। আর যখন আপনি মানুষকে পরীক্ষায় ফেলতে চাইলেন, তখন আমাকে পরীক্ষায় না ফেলে মৃত্যু দিবেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن عبد الرحمن بن عائش عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم خرج عليهم ذات غذوة وهو طيب النفس مسفر الوجه أو مشرق الوجه فقلنا يا رسول الله إنا نراك طيب النفس مسفر الوجه أو مشرق الوجه فقال وما يمنعني وأتاني ربي عز وجل الليلة في أحسن صورة قال يا محمد قلت لبيك ربي وسعديك قال فيم يختصم الملأ الأعلى؟ قلت لا أدري أي رب قال ذلك مرتين أو ثلاثا قال فوضع كفيه بين كتفي فوجدت برها بين ثديي حتى تجلى لي ما في السمواقت وما في الأرض ثم تلا هذه الآية (وكذلك نري إبراهيم ملكوت السموات والأرض وليكون من الموقنين) ثم قال يا محمد فيم يختصم الملأ الأعلى؟ قال قلت في الكفارات قال وما الكفارات؟ قلت المشي على الأقدام إلى الجماعات والجلوس في المسجد خلاف الصلوات وابلاغ الوضوء في المكاره قال من فعل ذلك عاش بخير ومات بخير وكان من خطيئته كيوم ولدته أمه ومن الدرجات طيب الكلام وبذل السلام وإطعام الطعام والصلاة بالليل والناس نيام قال يا محمد إذا صليت فقل اللهم إني اسألك الطيبات وترك المنكرات وحب المساكين وأن تتوب علي وإذا أردت فتنة في الناس فتوفني غير مفتون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৩ | মুসলিম বাংলা