মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪৬
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ওয়াজিব এবং এর প্রতি কঠোরতা প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান
৪৬. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট প্রবেশ করলেন। তখন তার চেহারায় উৎকণ্ঠার ভাব পরিলক্ষিত হচ্ছিল। এরপর তিনি অল্প করলেন এবং কারো সাথে কথা না বলে বের হয়ে পড়লেন। তখন আমি হুজরার নিকটে গেলাম এবং তাকে বলতে শুনলাম,তিনি বললেন, হে মানুষ। আল্লাহ তা'আলা বলেছেন, "তোমর সৎকাজের আদেশ দেবে এবং মন্দ কাজে বাধা দেবে এমন সময় আসার পূর্বে যে, তোমরা আমার নিকট দু'আ করবে, আর আমি তোমাদের দু'আ কবুল করবো না। তোমরা আমার নিকট চাইবে, আর আমি তোমাদেরকে দেব না, এবং তোমরা আমার নিকট সাহার্য প্রার্থনা করবে, আর আমি তোমাদেরকে সাহায্য করবো না।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب وجوبه والحث عليه والتشديد فيه
عن عائشة رضي الله عنها قالت دخل على رسول الله صلى الله عليه وسلم فعرفت في وجهه ان قد حفزه شيء فتوضأ ثم خرج فلم يكلم أحدا فدنوت من الحجرات فسمعته يقول يا أيها الناس ان الله عز وجل يقول مروا بالمعروف وانوا عن المنكر من قبل أن تدعوني فلا أجيبكم وتسألوني فلا أعطيكم وتستنصروني فلا أنصركم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৬ | মুসলিম বাংলা