মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
হাদীস নং: ৪৭
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ওয়াজিব এবং এর প্রতি কঠোরতা প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান
৪৭. আবু রুকাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি আমার মাওলার (অভিভাবকের) সাথে বের হলাম, তখন আমি গোলাম ছিলাম। এরপর হুযায়ফা ইবনে য়ামানের কাছে যতে বাধ্য হলাম। তিনি বলছিলেন, রাসূল (ﷺ)-এর যুগে এ ব্যক্তি কোন কথা বললে, সে মুনাফিকরূপে পরিগণিত হতো, আমি তোমাদের কারও কাছ থেকে একই বৈঠকে এ ধরনের কথা চার বার শুনেছি। তোমরা অবশ্যই সত্য- ন্যায়ের আদেশ এবং অন্যায় ও অসত্যের প্রতিরোধ করবে, পরস্পর ভাল কাজের প্রতি উৎসাহিত করবে। অন্যথায় আল্লাহ্ তোমাদের সকলকে অবশ্যই আযাব দিয়ে ধ্বংস করে দেবেন, অথবা তোমাদের অসৎ লোকদেরকে তোমাদের নেতা বানিয়ে দেওয়া হবে। এরপর তোমরা কল্যাণের আহবান করবে, কিন্তু তখন তোমাদের ডাকে সাড়া দেয়া হবে না, অর্থাৎ তোমাদের দু'আ কবুল হবে না। ইমাম আহমদ ছাড়া কেউ হাদীসটি বর্ণনা করেননি, বর্ণনাকারী নির্ভরশীল।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب وجوبه والحث عليه والتشديد فيه
عن أبي الرقاد قال خرجت مع مولاي وأنا غلام فدفعت إلى حذيفة (6) وهو يقول ان كان الرجل ليتكلم بالكلمة على عهد رسول الله صلى الله عليه وسلم فيصير منافقا واني لاسمعها من أحدكم في المقعد الواحد أربع مرات لتأمرون بالمعروف ولتنهون عن المنكر ولتحاضن (7) على الخير أو ليسحتنكم الله جميعا بعذاب أو ليؤمرن عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لهم