মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫১
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ওয়াজিব এবং এর প্রতি কঠোরতা প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান
৫১. পুনরায় আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের মধ্যে কেউ যেন দেখা ও জানা সত্ত্বেও মানুষের ভয়ে সত্য কথা বলা থেকে বিরত না থাকে। অন্য বর্ণনায়: যখন সে দেখে অথবা জানে অথবা শুনে (বর্ণনায় অতিরিক্ত এসেছে।) সে যেন রিযিক থেকে বঞ্চিত হওয়া এবং মৃত্যু নিকটবর্তী এই ভয়ে সত্য কথা ও আল্লাহর মহত্বকে স্মরণ করা থেকে বিরত না থাকে।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب وجوبه والحث عليه والتشديد فيه
وعنه أيضا عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يمنعن رجلا منكم مخافة الناس أن يتكلم بالحق إذا رآه وعلمه (وفي رواية) إذا رآه أو علمه أو رآه أو سمعه (زاد في رواية) فإنه لا يقرب من أجل ولا يباعد من رزق أن يقول بحق أو يذكر بعظيم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫১ | মুসলিম বাংলা