মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫২
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ওয়াজিব এবং এর প্রতি কঠোরতা প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান
৫২. আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছ থেকে পাঁচটি বিষয়ে বায়'আত গ্রহণ করেন এবং সাতটি বিষয়ে দৃঢ়তা অবলম্বন করতে বলেন, আর সাতটি বিষয়ে সাক্ষ্য দিতে বলেন। তিনি আরো বলেন, আমি আল্লাহর কোন কাজে যেন কোন সমালোচকের সমালোচনার ভয় না করি।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب وجوبه والحث عليه والتشديد فيه
عن أبي ذر قال بايعني رسول الله صلى الله عليه وسلم خمسا واوثقني سبعا واشهد على تسعا اني لا أخاف في الله لومة لائم الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান