কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৫. কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত

হাদীস নং: ২৯৪১
আন্তর্জাতিক নং: ২৯৫১
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
১৫২. বিনাযুদ্ধে প্রাপ্ত মালে গনিমত বন্টন সম্পর্কে।
২৯৪১. হারুন ইবনে যায়দ ইবনে আবী যারকা (রাহঃ) ..... যায়দ ইবনে আসলাম (রাহঃ) থেকে বর্ণিত। একদা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) মুআবিয়া (রাযিঃ)-এর নিকট উপস্থিত হন। তখন তিনি মুআবিয়া (রাযিঃ) তাকে জিজ্ঞাসা করেনঃ হে আবু আব্দুর রহমান! তোমার কি প্রয়োজন? তখন তিনি বলেনঃ আপনি আযাদপ্রাপ্ত গোলামদের হিসসা প্রদান করুন। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)কে এরূপ করতে দেখেছি যে, তিনি আযাদপ্রাপ্ত গোলামদের অংশ, গনিমতের মাল হিসাবে আগত সম্পদ হতে আগে দেওয়া শুরু করতেন।
كتاب الخراج والإمارة والفىء
باب فِي قَسْمِ الْفَىْءِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، دَخَلَ عَلَى مُعَاوِيَةَ فَقَالَ حَاجَتُكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ عَطَاءُ الْمُحَرَّرِينَ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَوَّلَ مَا جَاءَهُ شَىْءٌ بَدَأَ بِالْمُحَرَّرِينَ .