কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৫. কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
হাদীস নং: ২৯৪২
আন্তর্জাতিক নং: ২৯৫২
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
১৫২. বিনাযুদ্ধে প্রাপ্ত মালে গনিমত বন্টন সম্পর্কে।
২৯৪২. ইবরাহীম ইবনে মুসা রাযী (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা নবী (ﷺ)-এর নিকট এমন একটি থলে আসে, যাতে একটি আংটিও ছিল। তখন তিনি তা আযাদকৃত দাস ও দাসীদের মাঝে বন্টন করে দেন।
আয়িশা (রাযিঃ) আরো বলেনঃ আমার পিতা [আবু বকর সিদ্দীক (রাযিঃ)]ও আযাদ ও গোলামদের মাঝে গনিমতের অতিরিক্ত সম্পদ বন্টন করে দিতেন।
আয়িশা (রাযিঃ) আরো বলেনঃ আমার পিতা [আবু বকর সিদ্দীক (রাযিঃ)]ও আযাদ ও গোলামদের মাঝে গনিমতের অতিরিক্ত সম্পদ বন্টন করে দিতেন।
كتاب الخراج والإمارة والفىء
باب فِي قَسْمِ الْفَىْءِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نِيَارٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِظَبْيَةٍ فِيهَا خَرَزٌ فَقَسَمَهَا لِلْحُرَّةِ وَالأَمَةِ . قَالَتْ عَائِشَةُ كَانَ أَبِي رضى الله عنه يَقْسِمُ لِلْحُرِّ وَالْعَبْدِ .