কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩. আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৭২৮
আন্তর্জাতিক নং: ৭২৮
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
আযান ও মুয়াযযিনের ফযীলত
৭২৮। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ) …. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলাল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বার বছর আযান দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর প্রত্যেক দিনের আযানের বিনিময়ে তার জন্য ষাট নেকী লেখা হয় এবং প্রত্যেক ইকামতের জন্য ত্রিশ নেকী।
أبواب الأذان والسنة فيه
بَاب فَضْلِ الْأَذَانِ وَثَوَابِ الْمُؤَذِّنِينَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ أَذَّنَ ثِنْتَىْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَكُتِبَ لَهُ بِتَأْذِينِهِ فِي كُلِّ يَوْمٍ سِتُّونَ حَسَنَةً وَلِكُلِّ إِقَامَةٍ ثَلاَثُونَ حَسَنَةً " .