কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৭৭১
আন্তর্জাতিক নং: ৭৭১
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
মসজিদে প্রবেশের দু'আ
৭৭১। আবু বকর ইবনে আবু শায়বা (রাহঃ) ........... রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মসজিদে প্রবেশ করতেনঃ তখন এরূপ বলতেনঃ
بسم الله ـ والسلام على رسول الله - اللهم اغفر لي ذنوبي وافتح لی ابواب رحمتك -
অর্থ: “আল্লাহর নামে শুরু করছি। আর সালাম রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। হে আল্লাহ্! আমার গুনাহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।"
আর যখন তিনি মসজিদ থেকে বের হতেন, তখন বলতেনঃ
بسم الله والسلام على رسول الله - اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب فضلك
অর্থ: “আল্লাহর নামে শুরু করছি এবং সালাম রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি। হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার অনুগ্রহের দরজাসমূহ খুলে দিন।”
بسم الله ـ والسلام على رسول الله - اللهم اغفر لي ذنوبي وافتح لی ابواب رحمتك -
অর্থ: “আল্লাহর নামে শুরু করছি। আর সালাম রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। হে আল্লাহ্! আমার গুনাহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।"
আর যখন তিনি মসজিদ থেকে বের হতেন, তখন বলতেনঃ
بسم الله والسلام على رسول الله - اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب فضلك
অর্থ: “আল্লাহর নামে শুরু করছি এবং সালাম রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি। হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার অনুগ্রহের দরজাসমূহ খুলে দিন।”
أبواب المساجد والجماعات
بَاب الدُّعَاءِ عِنْدَ دُخُولِ الْمَسْجِدِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، وَأَبُو مُعَاوِيَةَ عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ، ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا دَخَلَ الْمَسْجِدَ يَقُولُ " بِسْمِ اللَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ " . وَإِذَا خَرَجَ قَالَ " بِسْمِ اللَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ " .
বর্ণনাকারী: