আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭১০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৩- ইস্তিখারার দুআ।
৭১০. হযরত আনাস (রাযিঃ) বলেন, একবার আমি নবী করীম (ﷺ)-এর সহযাত্রী ছিলাম এমন সময় এক ব্যক্তি এইরূপ দুআ করিলঃ يَا بَدِيعَ السَّمَاوَاتِ ، يَا حَيُّ يَا قَيُّومُ ، إِنِّي أَسْأَلُكَ “হে আসমানসমূহ উদ্ভাবনকারী, হে চিরঞ্জীব, হে স্বাধিষ্ঠ সত্তা আমি তােমার দরবারে প্রার্থনা করিতেছি।”
তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, লােকটি কোন্ নামে আল্লাহকে ডাকিল, জান? যাহার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, এই ব্যক্তি এমন নামেই আল্লাহকে ডাকিয়াছে যে নামে কেহ তাঁহাকে ডাকিলে তিনি তাহার ডাকে সাড়া দিয়া (অর্থাৎ দুআ কবূল করিয়া) থাকেন। ১
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَلِيٌّ عَنْ خَلَفِ بْنِ خَلِيفَةَ ، قَالَ : حَدَّثَنِي حَفْصُ ابْنُ أَخِي أَنَسٍ ، عَنْ أَنَسٍ : " كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَدَعَا رَجُلٌ ، فَقَالَ : يَا بَدِيعَ السَّمَاوَاتِ ، يَا حَيُّ يَا قَيُّومُ ، إِنِّي أَسْأَلُكَ ، فَقَالَ : أَتَدْرُونَ بِمَا دَعَا ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، دَعَا اللَّهَ بِاسْمِهِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ

হাদীসের ব্যাখ্যা:

১. অনেক উলামার মতে (চিরঞ্জীব ও স্বাধিষ্ঠ সত্তা) হইতেছে ইসমে আযম। এই হাদীসের দ্বারা জানা যাইতেছে যে, উহা আল্লাহর এমনই নাম যে নামে ডাকিলে আল্লাহর বান্দার ডাকে সাড়া না দিয়া পারেন না। সুতরাং উহার ইসমে আযম হওয়ার অনেকটা সমর্থন পাওয়া যাইতেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান