মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১১০
- ঈমানের অধ্যায়
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১১০। হযরত মাতার ইবনে উকামিস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আল্লাহ যখন তার কোন বান্দার মৃত্যুর জন্য কোন স্থান নির্দিষ্ট করে দেন, তখন তার ঐস্থানে কোন প্রয়োজন সৃষ্টি করে দেন। (আহমদ, তিরমিযী)
كتاب الإيمان
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَن مطر بن عكام قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান