মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১১১
- ঈমানের অধ্যায়
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১১১। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! মু'মিনদের নাবালেগ সন্তানদের অবস্থা কি হবে? তিনি বললেন, তারা তাদের পিতাদেরই অন্তর্ভুক্ত। আমি বললাম, কোন আমল ব্যতিরেকেই? তিনি বললেন, (বেঁচে থাকলে) সে কিরূপ কাজ করত আল্লাহ তা সম্যক জানেন। আমি আবার জিজ্ঞেস করলাম, তা হলে কাফির মুশরিকদের সন্তানদের অবস্থা কি হবে? তিনি বললেন, তাদের অবস্থাও তাদের পিতাদের অনুরূপ হবে। আমি বললাম, কোন আমল ব্যতিরেকেই? তিনি বললেন, তারা বেঁচে থাকলে কিরূপ কাজ করত আল্লাহ তা সম্যক অবগত। (আবু দাউদ)
كتاب الإيمان
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ذَرَارِيُّ الْمُؤْمِنِينَ؟ قَالَ: «مِنْ آبَائِهِمْ» . فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ بِلَا عَمَلٍ؟ قَالَ: «اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ» . قُلْتُ فذاراري الْمُشْرِكِينَ؟ قَالَ: «مِنْ آبَائِهِمْ» . قُلْتُ: بِلَا عَمَلٍ؟ قَالَ: «اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ» . رَوَاهُ أَبُو دَاوُد