মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩- ইলমের অধ্যায়

হাদীস নং: ১৯৮
- ইলমের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
১৯৮। * হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আমার তরফ হতে মানুষকে পৌঁছে দাও একটিমাত্র আয়াত হলেও। বনী ইসরাইলের নিকট হতে শোনা বিষয় বলতে পার, কোনো বাধা নেই; কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় আমার প্রতি মিথ্যারোপ করবে সে যেন, তার ঠিকানা দোযখে বানিয়ে নেয়। -বুখারী

* হাদীসটির পটভূমিঃ শায়খ ইবনে হামযা রচিত البيان والتعريض কিতাবে আলোচ্য হাদীসের পটভূমি সম্পর্কে বলা হয়েছে যে, একদিন এক ব্যক্তি রাসূল (ﷺ)-এর অনুরূপ পোশাক পরিধান করে মদীনার কোন এক পরিবারে গিয়ে বলল, নবী করীম আমাকে নির্দেশ দিয়েছেন যে, তুমি যে কোনো পরিবারের দায়িত্বশীল হতে পার। তখন উক্ত পরিবারের লোকজন তার জন্য একটি ঘর তুলে দেয়। এ সংবাদটি মহানবী (ﷺ) অবহিত হলে হযরত আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) কে নির্দেশ দেন যে, তোমরা তাকে জীবিত পেলে হত্যা করবে এবং মৃত পেলে তোমাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবে। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) ভবিষ্যদ্বাণী করলেন যে, আমার বিশ্বাস তোমরা তাকে মৃত পাবে। অতঃপর তারা তার নিকট এসে দেখলেন রাতে পেশাব করার জন্য ঘর থেকে বের হওয়ার পর তাকে এক বিষাক্ত সাপ দংশন করে মেরে ফেলেছে। তারা এ সংবাদ রাসূলে করীম (ﷺ)-এর নিকট এসে জানালেন। তখন নবী করীম (ﷺ) আলোচ্য বক্তব্যটি প্রদান করেন।
كتاب العلم
الْفَصْلُ الْلأَوَّلُ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)