মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ১৯৯
- ইলমের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
১৯৯। হযরত সামুরাহ ইবনে জুন্দুব এবং হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তারা বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার তরফ হতে এরূপ কথা বলে যে কথা সম্পর্কে সে মনে করে যে, তা অসত্য। সে মিথ্যাবাদীদের অন্যতম। -মুসলিম
كتاب العلم
الْفَصْلُ الْلأَوَّلُ
وَعَن سَمُرَة بن جُنْدُب وَالْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ» . رَوَاهُ مُسلم