মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩০১
- পাক-পবিত্রতার অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩০১। হযরত ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, পাক-পবিত্রতা ছাড়া নামায আর নিষিদ্ধ মালের দান কবুল হয় না। —মুসলিম
كتاب الطهارة
بَابُ مَا يُوْجِبُ الْوَضُوْءَ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُقْبَلُ صَلَاةُ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, পবিত্রতা ব্যতীত আল্লাহ তাআলা নামায কবুল করেন না। এ হাদীসটি শরীর পাক, কাপড় পাক এবং নামাযের জায়গা পাকসহ সব ধরণের পবিত্রতারই প্রমাণ বহন করে। নামায সহীহ হওয়ার জন্য এ সকল জিনিস পবিত্র হওয়া শর্ত। (শামী: ১/৪০২) শরীর বা কাপড়ে মজী লেগে থাকলে রসূল স. তা ধুয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। (আবু দাউদ-২১০, তিরমিযী-১১৫) হযরত আয়েশা রা. রসূলুল্লাহ স.-এর কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলার পরে তিনি কাপড়ে ভেজা চিহ্ন নিয়ে নামায আদায় করতেন। (বুখারী: ২২৯) কাপড়ে হায়েযের রক্ত লেগে থাকলে রসূলুল্লাহ স. সেটাকে ভালো করে ধুয়ে তারপর সেই কাপড়ে নামায আদায় করতে বলেছেন। (বুখারী: ২২৭) এ সকল হাদীস থেকে প্রমাণিত হয় যে, মজী, বীর্য এবং হায়েযের রক্ত নাপাক।