মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৩৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) এক আনছারী মহিলা নবী পাক (ﷺ)-কে হায়েজের গোসল সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি তাকে গোসল করার রীতি বলে দিলেন। তিনি বললেন, মেশকের ঘ্রাণযুক্ত একটি কাপড়ের টুকরো নিয়ে তা দিয়ে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবে। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? রাসূলুল্লাহ (ﷺ) পুনরায় বললেন, পবিত্রতা অর্জন করবে। সে পুনরায় বলল, আমি তা দিয়ে কিভাবে পবিত্রতা অর্জন করব? তিনি তখন বললেন, সুবহানাল্লাহ! (একটু বুদ্ধি খাটিয়ে) তা দিয়ে পবিত্রতা অর্জন করবে। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, তখন আমি তাকে আমার কাছে টেনে এনে বললাম, ঐ কাপড় দ্বারা রক্তের চিহ্ন মুছে নেবে। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ الْغُسْلِ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَنِ غُسْلِهَا مِنَ الْمَحِيضِ فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِل قَالَ: «خُذِي فِرْصَةً مِنْ مَسْكٍ فَتَطَهَّرِي بِهَا» قَالَت كَيفَ أتطهر قَالَ «تطهري بهَا» قَالَت كَيفَ قَالَ «سُبْحَانَ الله تطهري» فاجتبذتها إِلَيّ فَقلت تتبعي بهَا أثر الدَّم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)