মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৩৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৮। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার মাথার চুলে শক্ত করে বেণী বাঁধি। ফরজ গোসল করার সময় কি তা খুলে ফেলতে হবে? তিনি বললেন, না; বরং তুমি তোমার মাথার উপর তিনকোষ পানি ঢালবে, এটাই তোমার জন্য যথেষ্ট। এরপর তুমি তোমার সর্বাঙ্গে পানি ঢেলে দিবে এবং পবিত্রতা লাভ করবে। -মুসলিম
كتاب الطهارة
بَابُ الْغُسْلِ
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قُلْتُ: يَا رَسُولَ الله إِنِّي امْرَأَة أَشد ضفر رَأْسِي فأنقضه لغسل الْجَنَابَة قَالَ «لَا إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, ফরয গোসল করার সময় যদি কোন মহিলার চুল শক্ত করে বাঁধা থাকে তাহলে চুল খোলা এবং পূর্ণ চুল ধুয়া জরুরী নয়। বরং চুলের গোড়ায় পানি পৌঁছে গেলে গোসল শুদ্ধ হয়ে যাবে। এটাই হানাফী মাযহাবের মত। আলমগিরী: ১/১৩)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)