মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৬৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৬৭। হযরত মুহাজির ইবনে কুনফুয (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন যে, একবার তিনি নবী পাক (ﷺ)-এর নিকট আগমন করলেন। নবী পাক (ﷺ) তখন প্রস্রাব করছিলেন। তিনি তাকে সালাম করলেন; কিন্তু নবী পাক (ﷺ) তার জবাব দিলেন না- যে পর্যন্ত না অজু করলেন। অতঃপর তিনি ওজর পেশ করে বললেন অজু ব্যতীত আমি আল্লাহর নাম উচ্চারণ করা পছন্দ করি নি। -আবু দাউদ
كتاب الطهارة
وَعَن المُهَاجر بن قنفذ: أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأ ثمَّ اعتذر إِلَيْهِ فَقَالَ: «إِنِّي كرهت أَن أذكر الله عز وَجل إِلَّا على طهر أَو قَالَ على طَهَارَة» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى النَّسَائِيُّ إِلَى قَوْلِهِ: حَتَّى تَوَضَّأَ وَقَالَ: فَلَمَّا تَوَضَّأَ رَدَّ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
উপরিউক্ত হাদীসের ভিত্তিতে হানাফী মাযহাবে এ মত গ্রহণ করা হয়েছে যে, ইস্তিঞ্জার সময় কথা বলা এবং সালাম বিনিময় করা মাকরূহ। (শামী: ১/৩৪৪, ৩৪৫)