মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৬৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৬৯। হযরত শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) নাপাকীর গোসল করার সময় ডানহাত দ্বারা বামহাতের উপর সাতবার পানি ঢালতেন। তারপর তাঁর যৌনাঙ্গ ধৌত করতেন। একবার তিনি ভুলে গিয়ে আমাকে জিজ্ঞেস করলেন যে, পানি কতবার ঢেলেছেন? আমি বললাম, তা আমি বলতে পারি না। তিনি বললেন, তুমি মাতৃহারা হও। কিসে তোমাকে এটা জানতে বাধা দিল? এরপর তিনি নামাযের অজুর ন্যায় অজু করলেন। তারপর নিজের চামড়ার উপর পানি ঢাললেন। একদা এইরূপ গোসল করে বললেন, এভাবে রাসূলুল্লাহ (ﷺ) পবিত্রতা অর্জন করতেন। -আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ شُعْبَةَ قَالَ: إِنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ يفرغ بِيَدِهِ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى سَبْعَ مِرَارٍ ثُمَّ يَغْسِلُ فَرْجَهُ فَنَسِيَ مَرَّةً كَمْ أَفْرَغَ فَسَأَلَنِي كم أفرغت فَقُلْتُ لَا أَدْرِي فَقَالَ لَا أُمَّ لَكَ وَمَا يَمْنَعُكَ أَنْ تَدْرِيَ ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ يُفِيضُ عَلَى جِلْدِهِ الْمَاءُ ثُمَّ يَقُولُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يتَطَهَّر. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান