মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৭০
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৭০। হযরত আবু রাফে' (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সকল স্ত্রীর নিকট ঘুরে বেড়ালেন যৌন সঙ্গম সহকারে। তিনি একজনের নিকট একবার এবং আর একজনের নিকট একবার গোসল করলেন। আবু রাফে বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সবশেষে একবার মাত্রই কেন গোসল করলেন না? তিনি বললেন, এটা হল অধিক পবিত্র, অধিক আনন্দদায়ক এবং অধিক পরিচ্ছন্ন কাজ। -আহমদ, আবু দাউদ
كتاب الطهارة
وَعَن أَبِي رَافِعٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ ذَاتَ يَوْمٍ عَلَى نِسَائِهِ يَغْتَسِلُ عِنْدَ هَذِهِ وَعِنْدَ هَذِهِ قَالَ فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ أَلَا تَجْعَلُهُ غُسْلًا وَاحِدًا آخِرًا قَالَ: «هَذَا أَزْكَى وَأطيب وأطهر» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান