মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৮২
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮২। কাবশা বিনতে কা'ব ইবন মালেক যিনি আবু কাতাদাহর পুত্রবধূ তিনি বর্ণনা করেছেন, একদা (তাঁর শ্বশুর) আবু কাতাদাহ তাঁর নিকট গেলে তিনি তার জন্য অজুর পানি ঢাললেন। ঐ সময় একটি বিড়াল এসে ঐ পানি পান করতে শুরু করল। আর তিনি (আবু কাতাদাহ) বিড়ালটির পানি পান করা পর্যন্ত পানির পাত্রটি কাত করে ধরলেন। কাবশা বলেন, আমি তার দিকে চেয়ে থাকায় তিনি বললেন, ভাতিজি! তুমি অবাক হচ্ছ? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিড়াল নাপাক নয়। তা তোমাদের নিকট প্রায় সার্বক্ষণিক বিচরণকারী অথবা বিচরণকারিণী। -মালেক, আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, দারেমী
كتاب الطهارة
وَعَن كَبْشَة بنت كَعْب بن مَالك وَكَانَتْ تَحْتَ ابْنِ أَبِي قَتَادَةَ: أَنَّ أَبَا قَتَادَة دخل فَسَكَبَتْ لَهُ وَضُوءًا فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ مِنْهُ فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ قَالَتْ كَبْشَةُ فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أخي فَقُلْتُ نَعَمْ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيست بِنَجس إِنَّهَا من الطوافين عَلَيْكُم والطوافات» . رَوَاهُ مَالِكٌ وَأَحْمَدُ وَالتِّرْمِذِيُّ
وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ