মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৮৩
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৩। দাউদ ইবনে ছালেহ ইবনে দীনার তার মাতা হতে বর্ণনা করেছেন যে, তার (মাতার) আযাদকারিণীগণ একদা তাকে (মাতাকে) কিছু হারীসাসহ হযরত আয়েশা (রাযিঃ)-এর নিকট পাঠালেন। তার মাতা বলেন, আমি গিয়ে তাঁকে নামায পাঠরত অবস্থায় পেলাম। তিনি হাতের ইশারায় তা আমাকে রেখে দিতে বললেন। এ সময় একটি বিড়াল এসে তা হতে কিছু খেল। অতঃপর যখন হযরত আয়েশা (রাযিঃ) নামায হতে অবসর হলেন, তখন বিড়াল যে স্থান হতে খেয়েছে তিনিও সেখান থেকে খেলেন। আর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিড়াল নাপাক নয়, তা তোমাদের কাছে বারবার গমনকারী সেবকের মতো। তিনি আরো বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি যে, তিনি বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে অজু করতেন। —আবু দাউদ
كتاب الطهارة
وَعَن دَاوُد بن صَالح بن دِينَار التمار عَنْ أُمِّهِ أَنَّ مَوْلَاتَهَا أَرْسَلَتْهَا بِهَرِيسَةٍ إِلَى عَائِشَةَ قَالَتْ: فَوَجَدْتُهَا تُصَلِّي فَأَشَارَتْ إِلَيَّ أَنْ ضَعِيهَا فَجَاءَتْ هِرَّةٌ فَأَكَلَتْ مِنْهَا فَلَمَّا انْصَرَفَتْ عَائِشَةُ مِنْ صَلَاتِهَا أَكَلَتْ مِنْ حَيْثُ أَكَلَتِ الْهِرَّةُ فَقَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيست بِنَجس إِنَّمَا هِيَ من الطوافين عَلَيْكُم» . وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يتَوَضَّأ بفضلها. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৩ | মুসলিম বাংলা